কলকাতা: শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ থেকে কল্যাণী রুটে চালু করা হল আরও একটি এয়ার-কন্ডিশন্ড (এসি) ইএমইউ লোকাল ট্রেন। আগামী ৪ ডিসেম্বর বৃহস্পতিবার থেকেই এই ট্রেনটি চালু করতে চলেছে পূর্ব রেল। যার ফলে প্রতিদিন আরামদায়ক সফর করতে পারবেন হাজার হাজার যাত্রী।
রেলের তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই শিয়ালদহ-কল্যাণী শাখায় একটি এসি লোকাল পরিষেবা শুরু করার দাবি ছিল। অবশেষে সেই দাবিকে মান্যতা দেওয়া হল। শিয়ালদহ–কল্যাণী এসি পরিষেবা মিলবে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার। ট্রেনটির নম্বর থাকছে ৩১৩৪৭/৩১৩৪৪ শিয়ালদহ–কল্যাণী–শিয়ালদহ লোকাল। শিয়ালদহ থেকে ট্রেনটি বিকেল ৩টে বেজে ৩৫ মিনিটে ছেড়ে কল্যাণী পৌঁছবে ৪ টে বেজে ৫২ মিনিটে। আবার কল্যাণী থেকে বিকেল ৫টা বেজে ২ মিনিটে রওনা দিয়ে ট্রেনটি শিয়ালদহ পৌঁছবে ৬ টা বেজে ২০ মিনিটে।
আরও পড়ুন: ‘এসআইআর আতঙ্কে’ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সাহায্যেরও ঘোষণা মুখ্যমন্ত্রীর
এই ট্রেনটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, এআইআইএমএস, কল্যাণীতে যাতায়াতকারী রোগী ও তাঁর পরিবারের মানুষেরা উল্লেখযোগ্য ভাবে লাভবান হবেন। এর পাশাপাশি, কল্যাণীর মতো শিল্পভিত্তিক এলাকায় এসি পরিষেবা চালু হওয়ায় যারা কম ভিড় এবং আরামদায়ক সফর চান, তাঁরাও এই ট্রেনে ভিড় করবেন।
দেখুন খবর:







